বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল ৷ সাধারণত মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা করা হয়ে থাকে এবং পরীক্ষার সূচি দেওয়া হয় ৷ গত দু’বছর ফলপ্রকাশের দিন সূচি দেওয়া না হলেও ১৫-২০ দিনের মধ্যে তা দিয়ে দেওয়া হয় ৷ তবে এবারে তা ব্যতিক্রম রয়ে গেল ৷ আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষার দিন ঘোষণা করলেন না পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ৷ এদিন আগামী বছরের পরীক্ষার দিন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,‘বর্তমানে করোনা পরিস্থিতি যা আগে সেটা কাটুক তারপর পরীক্ষা কবে হবে দেখা যাবে ৷’
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে ৷ কিন্তু দেশে করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কী আগামী বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না পিছিয়ে দেওয়া হবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ৷ করোনার জেরে এতদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমানো হবে কিনা সে বিষয়েও আলোচনা চলছে ৷ কম সিলেবাসে মাধ্যমিক হবে না পুরনো সিলেবাসেই পরীক্ষা ৷ সেই নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে ৷ তবে এই বিষয়ে শিক্ষাবিদদেরও মতামত নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
বুধবার সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও।
Be the first to comment