কলকাতা তৃতীয়তে, শহরকে টেক্কা দিয়ে মাধ্যমিকে পাশের হারে প্রথম-দ্বিতীয় স্থানে দুই মেদিনীপুর

Spread the love

বুধবার সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও। এবারের পরীক্ষায় বাজিমাত জেলার ৷ এই প্রথম মেধাতালিকায় জায়গায়ই পেল না কলকাতা ৷ মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে ৮৪ জন পড়ুয়া ৷ কিন্তু নজিরবিহীন ভাবে এই প্রথম সেখানে নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷

পাশের হারেও এগিয়ে জেলা ৷ এ বছর মাধ্যমিকে বাড়ল পাশের হার ৷ এ বছর পাশের হার ৮৬.৩৪% ৷ ছাত্রদের পাশের হার ৮৯.৮৭ % ৷ ছাত্রীদের পাশের হার ৮৩.৪৮% ৷ পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি ৷ পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬.৫৯ ৷ তারপরই পশ্চিম মেদিনীপুর ও কলকাতা পশ্চিম মেদিনীপুরে সাফল্যের হার ৯২.১৬ ৷ কলকাতায় পাশের হার ৯১.০৭ ৷ পাশের হারে কলকাতার পরেই রয়েছে দুই ২৪ পরগনা।দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৯০.৬০ ৷ উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯০.০৫ ৷

বিগত কয়েক বছর ধরেই মাধ্যমিকে কলকাতাকে টেক্কা দিয়ে চলেছে জেলা ৷ মেধা তালিকায় ১ বা ২টি করে জায়গা পেত কলকাতা স্কুল ৷ কিন্তু এবার কোনও জায়গাই মিলল না কলকাতার ৷

চলতি বছরে সাফল্যের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। মোট ৯৬.৫৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ ৷

মেধাতালিকায় কলকাতা না থাকায় ফের এক প্রশ্ন তাহলে কী মাধ্যমিক বোর্ডে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা ৷ মনে করা হচ্ছে কলকাতায় মাধ্যমিক বোর্ড ছেড়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে ৷ এর জেরে জেলা থেকে পিছিয়ে পড়ছে কলকাতা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*