মনে অদম্য জেদ! যেনতেনভাবে পড়াশুনো করতেই হবে।তাই শত বাধা সত্ত্বেও বৃহস্পতিবার সাহস করে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিলেন সদ্যোজাত সন্তানের মা। চিকিৎসক এবং পুলিশের নজরদারির মধ্যেই পরীক্ষা দেয় নাবালিকা
১৪ বছর বয়সেই মালদহের বৈষ্ণবনগর এলাকার একটি গ্রামের যুবকের সঙ্গে বিয়ে হয় । তারমধ্যেই পড়াশুনা চালিয়ে যাচ্ছিল সে। মাধ্যমিক পরীক্ষার আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা।তারপরও হাল ছাড়েনি। পরীক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়েছিল সে। তাই শত বাধা সত্ত্বেও পরীক্ষা দিতে পিছুপা হয়নি।
গত শনিবারই মালদা মেডিক্যাল কলেজে পুত্র সন্তানের জন্ম দেয় ১৬ বছরের নাবালিকা।বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে পরীক্ষা। অগত্যা একরত্তিকে নিয়ে হাসপাতালের বেড়েই পরীক্ষা দিলেন মা। মাধ্যমিক পরাক্ষার্থীর এই জেদকে কুর্ণিশ জানিয়েছে তাঁর গ্রামের সকলেই।
Be the first to comment