নির্ধারিত সময়ে মাধ্যমিক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। চলতি বছরের মতো মাধ্যমিক বাতিল না পিছিয়ে দেওয়া হবে পরীক্ষা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মঙ্গলবার রাজ্যের স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকের পর পরীক্ষা নিয়ে বিস্তারিত রিপোর্ট ও সুপারিশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রিপোর্টটি দেখে ও পর্যালোচনা করে মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, আপাতত ওই নির্ধারিত সূচিতে পরীক্ষা হচ্ছে না। পিছিয়ে যাবে না বাতিল হবে তা সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এতেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। সব ঠিক থাকলে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা ১ জুন শুরু হয়ে ১০ জুন ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হওয়ার কথা ছিল। করোনা ও ভোটের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরুর কথা গত বছরের ২৬ ডিসেম্বরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ বাংলায়। হু হু করে বেড়ে চলা দৈনিক সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউন জারি না করলেও লকডাউনের মতো কড়া কোভিড বিধি মেনে চলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ লোকাল ট্রেন, গণপরিবহণের সংখ্যাও ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দৈনিক সংক্রমণ। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৩৬ জন, মৃত্যু হয়েছে ১৩২ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৭৩। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৬.৪২ শতাংশ। রাজ্যে ১১ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩২ হাজার ৭৪০ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৯৩ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগণায়।
Be the first to comment