গত বছর অতিমারি পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২০ সালের পর, আগামিকাল, সোমবার থেকে রাজ্যে ফের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ মার্চ।
শনিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৬,৮৬৩ জন। যা সর্বকালীন রেকর্ড। গত বারের (২০২১) তুলনায় এ বার প্রায় ৫০ হাজার বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। পরীক্ষা না-হলেও রেজিস্ট্রেশনের হিসেবে গত বছরের সংখ্যা নির্ধারণ করেছে পর্ষদ।
এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের অনুপাতে মেয়েদের সংখ্যা বেশি। পর্ষদের সভাপতি জানান, অতিমারি পরিস্থিতি শেষ না হওয়ায় এ বার মাস্ক পরে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক।
Be the first to comment