রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে ২০২০ সালের পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবার। পর্ষদের তরফে নেওয়া হয়েছে কড়়া পদক্ষেপ। মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে পর্ষদের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে বিষয়টি। শনিবার দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন, সোমবার থেকে দুপুরে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায়।
২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে বছর অর্ধেক অফলাইনে হয়। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষাই হয়নি। বিনা পরীক্ষায় পাশ করে যায় সব ছাত্রছাত্রীই। এবার সমস্ত নিয়ম মেনে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফলাইনে। এবছর এক লাফে ৫০ হাজার বেড়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থী ১১.২৭ লক্ষ। ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা এবারও বেশি।
এবারের পরীক্ষাকেন্দ্র স্বাভাবিকভাবেই বাড়ানো হয়েছে। করোনা বিধি মেনে স্যানিটাইজেশন করে, মাস্ক পরেই বসতে হবে পরীক্ষায়। পরীক্ষা হবে বেলা ১১.৪৫ মিনিট থেকে, চলবে ৩ টে পর্যন্ত। মাধ্যমিকে নকল রুখতে রাজ্যের বিভিন্ন এলাকায় সোমবার থেকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৭, ৮,৯, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬ মার্চ নেট পরিষেবা বন্ধ থাকবে। জেলা ভিত্তিক বিভিন্ন ব্লকে নেট পরিষেবা বন্ধ থাকবে। পরীক্ষাকেন্দ্রগুলির আশেপাশে জ্যামার বসিয়ে দেওয়া হবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে বন্ধ থাকবে মোবাইলের ইন্টারনেট পরিষেবা।
এছাড়াও টুকলি আর বাইরে থেকে নোট সাপ্লাইয়ের বিষয়টি রুখতেও কড়া পদক্ষেপ করেছে পর্ষদ। প্রশাসনকে সতর্ক করা হয়েছে। স্কুলগুলির বাইরেও কড়া নিরাপত্তা থাকবে। জমায়েত করা যাবে না। অভিভাবকরাও স্কুল চত্বরের আশেপাশে থাকতে পারবেন না বলে জানিয়েছে পর্ষদ।
Be the first to comment