১০দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ! ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

Spread the love

আগামী ১০দিনের মধ্যেই প্রকাশিত হবে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মঙ্গলবার, জোড়াসাঁকোয় রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে গিয়ে এই ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার, তিনি জানান, ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আগামী ১০দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা যাবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক মতো চললে আগামী সপ্তাহেই ফল প্রকাশ হবে। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করবে পর্ষদ।

এবছর ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ৪ মার্চ। মে মাসে ফল প্রকাশ হবে বলে আগেই জানিয়ে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguli)। পর্ষদ সূত্রের খবর, আগামী সপ্তাহেই ফল ঘোষণা করে দেওয়া হতে পারে। তার আগে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর জমা পড়েছে পর্ষদে। এখন মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*