কোন পথে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? জনমত যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গড়ল স্কুল শিক্ষা দফতর। এই বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে মানুষ কী চাইছেন তা জানতে চায়। সে কারণে তিনটি ইমেল আইডি দিয়েছে তারা। সেখানে সোমবার দুপুর ২টোর মধ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবেন সাধারণ মানুষ, অভিভাবক ও পড়ুয়ারা। করোনা আবহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবপক্ষের মতামত জেনে নিতে চাইছে রাজ্য সরকারের নিয়োগ করা এই বিশেষ কমিটি।
বিশেষজ্ঞ কমিটির তরফে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে। ppssm.spo@gmail.com, wbssed@gmail.com ও commissionersscholeducation@gmail.com। এই তিনটি আইডিতেই সোমবার দুপুর ২টোর মধ্যে নিজেদের মতামত জানাতে পারবেন অভিভাবক, পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এই কঠিন সময়ে পরীক্ষা নেওয়া কতটা সুরক্ষিত, কতটা সমর্থনযোগ্য সেটাই বুঝে নিতে চাইছে সরকার। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
তবে আগামী সপ্তাহের মধ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর। সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে কী ভাবে এই করোনা আবহে পরীক্ষা নেওয়া যায়। তবে রাজ্য চায়, পড়ুয়া বা তাঁদের অভিভাবকদের উপর যে কোনও রকম অতিরিক্ত চাপ না পড়ে। সে কারণেই জনমতে আস্থা রাখছে তারা।
Be the first to comment