সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এবার রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পয়লা জুন বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে শিক্ষা দফতর।
প্রতিবারের মত এবারেও কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ তম স্থান পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বরাবরই সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও সেই সংবর্ধনার রীতি বজায় রাখছেন মুখ্যমন্ত্রী।গত ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। এবার ১১৮ জনের মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ। এবছর মাধ্যমিকে পাশ করেছে ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ।
Be the first to comment