আগামী সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, খবর পর্ষদ সূত্রে

"2012 Madhyamik examination starts today, at a north kolkata school examination centre on friday in kolkata" *** Local Caption *** "2012 Madhyamik examination starts today, at a north kolkata school examination centre on friday in kolkata-Express Photo By partha Paul-kolkata-240212"
Spread the love
আগামিকাল অথবা বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে বলে একটি জল্পনা তৈরি হয়েছিল। তবে বোর্ড থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি সপ্তাহে নয়, আগামি সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পাশাপাশি, উচ্চ মাধ্যমিকের ফলও আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.inএবং wbbse.org থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে নিজের রোল নম্বর উল্লেখ করে ৫৪২৪২ ও ও ৫৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এ বছর প্রায় ১১,০২,৯২১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*