২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

Spread the love

আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনই খবর মিলেছে। এমনিতে দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ার ঘোষণা করা হয়েছে। পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে, ৫০-৫০ ফর্মুলায় মাধ্যমিকের নম্বর দেওয়া হবে। ৫০ শতাংশ নম্বর ধরা হবে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার।

বাকি ৫০ শতাংশ ধরা হবে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে। পর্ষদ সূত্রে খবর, সেই নম্বরের ভিত্তিতে আগামী ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হবে। তবে কোনও পড়ুয়া যদি সেই নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাভাবিক হলে তারা পরীক্ষা দিতে পারবে। সেখানে প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যদিও সেই মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে অভিভাবক,শিক্ষকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। একাংশের বক্তব্য, এই পরিস্থিতিতে কিছু করার ছিল না। তাই বিকল্প পদ্ধতি ঠিক আছে।

তারইমধ্যে পর্ষদের তরফে স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যে নম্বর দেওয়া হবে, তাতে কোনওরকম গরমিল হলে কড়া পদক্ষেপ করা হবে। এমনিতে আগামী ২১ জুন (সোমবার) থেকে রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে http://www.wbbsedata.com-তে লগইন করে নম্বর আপলোড করতে হবে। তারপর নির্দিষ্ট নির্দেশ মেনে পড়ুয়াদের নম্বর আপলোড করতে হবে। আগামী ২৪ জুনের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*