১.প্রথম স্থান: পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস, প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷
২. দ্বিতীয় স্থান: শ্রেয়সী পাল আলিপুরদুয়ার ফলাকাটা হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৯১ ও দেবস্মিতা সাহা ইলাদেবী গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৯১ ৷
৩. তৃতীয় স্থান: রায়গঞ্জ গালর্স হাইস্কুলের ক্যামেলিয়া রায়, প্রাপ্ত নম্বর ৬৮৯ ও নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷
৪. চতুর্থ স্থান: আলিপুরদুয়ার বাড়বিষা হাইস্কুলের অরিত্র সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৭।
৫. পঞ্চম স্থান: হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে, প্রাপ্ত নম্বর ৬৮৬ ও কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র গালর্স স্কুলের রুমানা সুলতানা, প্রাপ্ত নম্বর ৬৮৬ ৷
৬. ষষ্ঠ স্থান: গোঘাট হাইস্কুলের সোহান দে, প্রাপ্ত নম্বর ৬৮৫, রামপুর হাইস্কুলের সাবর্ণী চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৮৫ ও বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সাহিত্যিকা ঘোষ, অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় হাইস্কুলের সুর্পণা সাহু ও হাওড়ার মাহিয়ারি কুণ্ডুচৌধুরি ইনস্টিটিউশনের অঙ্কণ চক্রবর্তী ৷
৭. সপ্তম স্থান: ইলাদেবী গালর্স হাইস্কুলের গায়েত্রী মোদক, প্রাপ্ত নম্বর ৬৮৪, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অনীক চক্রবর্তী ও বেদীভবন রবীতীর্থ বিদ্যালয়ের সপ্তর্ষী দত্ত, প্রাপ্ত নম্বর ৬৮৪ ৷
৮. কোচবিহারের সীতলকুচি হাইস্কুলের শাহানওয়াজ আলাম ও গঙ্গারামপুর হাইস্কুলের সায়ন্তন বসাক, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের অর্কপ্রভ সাহানা ও কৌশিক সাঁতরা ৷
বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের সুদীপ্তা ধবল, বাঁকুড়া জেলা স্কুলের সায়ন্তন দত্ত, বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের পৃথ্বীশ কর্মকার, আরামবাগ গার্লস হাইস্কুলের দেবলীনা দাস, বর্ধমান বিদ্যার্থী ভবন হাইস্কুলের অয়ন্তিকা মাঝি, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের পুষ্কর ঘোষ ও আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সেমন্তী চক্রবর্তী। সকলের প্রাপ্ত নম্বর ৬৮৩ ৷
৯. নবম স্থান: শীলবাড়ি হাট হাইস্কুলের জায়েশ রায়, জলপাইগুড়ি আশালতা বসু বিদ্যালয়ের অনুষ্কা মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুলের সৌগত পাণ্ডা, বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশন শুভদীপ কুণ্ডু , বীরভূমের BKTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের সৌকর্ষ বিশ্বাস, কাঁথি হাইস্কুলের প্রত্যুষ করণ, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের অরুণিমা ত্রিপাঠি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অভিনন্দন জানা ও ঐকিক মাঝি ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮২
১০. রায়গঞ্জ গার্সল হাইস্কুলের সঞ্চারি চক্রবর্তী, মালদহের বার্লো গার্লস হাইল্কুলের সায়ন্তিকা দাস, রামকৃষ্ণ মিশন বাঁকুড়া সৌধ্য হাজরা, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের সাক্ষী কুণ্ড, বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রিমা চৌধুরি, ধনিয়াখালি মহামায়া বিদ্যামন্দিরেপ সৌম্যদীপ দত্ত, সিউড়ির নেতাজী বিদ্যাভবনের অরিত্র মহড়া, মেমারির বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের সৌম্যদীপ ঘোষ, পশ্চিম বর্ধমানের রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের সায়ন্তিকা রায়, ঝাড়গ্রামের বন্দগোড়া অঞ্চল বিদ্যালয়ের শুভদীপ মাঝি, রহড়া ভবনাথ ইনস্টিটিউশনের সহেলি রায় ও দেবমাল্য সাহা, বিরাটি বিদ্যালয়ের প্রত্যষা মজুমদার , হাবড়া কামিনী কুমার গার্লস হাইস্কুল অঙ্কিতা কুণ্ডু ও যাদবপুর বিদ্যাপীঠের সোহম দাস ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮১ ৷
Be the first to comment