অধিবেশন শুরু হওয়ার পরপরই আস্থাভোট ইশুতে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রদেশ বিধানসভা ৷ এর জেরে আগামী ২৬ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বিধানসভার অধিবেশন ৷ এর জেরে আপাতত স্বস্তিতে কমল নাথ শিবির ৷
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর অনুগামী ২২ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপির হাত ধরার পর থেকেই মধ্যপ্রদেশে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন ৷ পরিবর্তিত পরিস্থিতিতে কমল নাথ সরকারের আর সংখ্যাগরিষ্ঠতা নেই, এই দাবি নিয়ে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার জন্য সরব হয় গেরুয়া শিবির ৷ বিরোধীদের বিক্ষোভের জেরে ২৬ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বিধানসভার কার্যপ্রণালী ৷
রাজ্যপাল লালজি ট্যান্ডন আজ বিধানসভায় নিজের প্রারম্ভিক ভাষণের সময় জানিয়েছিলেন, মধ্যপ্রদেশের সম্মানার্থে সকলকে সংবিধান মেনে চলতে হবে। এর কিছুক্ষণ পরেই তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান ৷ রাজ্যপাল বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা ৷
বিধানসভার অধিবেশন স্থগিত হওয়ায় সাময়িকভাবে স্বস্তির নিশ্বাস ফেলছে কমল নাথ শিবির ৷ এমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷ এদিকে মধ্যপ্রদেশের বিধানসভায় আস্থা ভোট হওয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি শিবির ৷ আস্থা ভোট যাতে করানো হয়, সেই নিয়ে মধ্যপ্রদেশ বিধানসভাকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান ৷
আস্থা ভোটের ওই আবেদনের আগামীকাল শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ কংগ্রেসের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশের সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যপালের আদেশ অমান্য করছে বলেও অভিযোগ জানিয়েছে বিজেপি শিবির ৷ প্রসঙ্গত আজই কমল নাথের কংগ্রেস শিবিরকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল ৷ বলেছিলেন, “কংগ্রেসের আর একদিনের জন্যও ক্ষমতায় থাকার অধিকার নেই ৷
মধ্যপ্রদেশ সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, আর তাই আস্থাভোট থেকে পালিয়ে যাচ্ছেন কমল নাথ ৷ আজ এমনই অভিযোগ তুলেছেন শিবরাজ সিং চৌহান ৷ তিনি বলেন, ” মুখ্যমন্ত্রী বলছেন তিনি আস্থাভোট চান ৷ তবে তিনি কেন আস্থা ভোট করাচ্ছেন না ? আমাদের একমাত্র দাবি হল আস্থাভোট ৷”
Be the first to comment