প্রতীকী ছবি,
নিখোঁজ গরু খুঁজতে এসে হাত খোয়ালেন যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাইসেন জেলার একটি গ্রামে। পুলিশ জানিয়েছে, বছর ৩৫-এর এক যুবককে প্রথমে গাছের সঙ্গে বাঁধা হয়। এবং তারপর তরোয়াল দিয়ে তাঁর দুটো হাতই কেটে নেওয়া হয়েছে। অভিযোগের তির ৫ সদস্যের এক পরিবারের দিকে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে রবিবার প্রেম নারায়ণ সাহু নামের ওই যুবক সত্তু যাদব নামে এক ব্যক্তির খামারবাড়িতে যান। ক’দিন আগেই প্রেম নারায়ণের গরু খোয়া গিয়েছিল। সেই নিখোঁজ গরু খুঁজতেই যাদবের ফার্মে যান তিনি। কিন্তু তাঁকে দেখতে পেয়েই উত্তেজিত হয়ে পড়েন যাদব। শুরু হয় বচসা। ক্রমে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বচসা আকার নেয় ভয়ঙ্কর অশান্তির। এরপরেই দুই ব্যক্তির মধ্যে শুরু হয় হাতাহাতি।
পুলিশ জানিয়েছে, এরপর প্রেম নারায়ণকে গাছের সঙ্গে বেঁধে ফেলে যাদবের পরিবার। এবং তারপর তরোয়াল দিয়ে দুটো হাতই কেটে ফেলা হয় তাঁর। প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার করতে থাকেন প্রেম নারায়ণ সাহু। কিন্তু গ্রামবাসীদের কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি। বরং একবারও ফিরে না তাকিয়ে বিষয়টি এড়িয়ে যান বেশিরভাগ গ্রামবাসী। তবে কয়েকজন স্থানীয়ই খবর দেয় পুলিশ। পুলিশ এসে উদ্ধার করে রক্তাক্ত সাহুকে। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। বর্তমানে তাঁকে ভোপালের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে খুনের মামলা রুজু হয়েছে ৫ সদস্যের ওই পরিবারের বিরুদ্ধে। তাদের মধ্যে ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পলাতক হয়েছে ৩ জন। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে রয়েছে এক মহিলাও।
Be the first to comment