এবার অনলাইনে ওষুধ কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করল মাদ্রাস হাই কোর্ট। আপাতত ৯ নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। তামিলনাড়ু কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একটি মামলায় রায়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে। এই রায় অনুযায়ী যে সমস্ত ওয়েবসাইট অনলাইনে ওষুধ কেনাবেচা করে সেই সাইটগুলি ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত ওই অ্যাসোসিয়েশন জানিয়েছিল অনলাইনে ওষুধ বিক্রেতারা সঠিক নির্দেশিকা মানছেন না ও সেই মর্মেই আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁরা। এই বিষয়ে কেন্দ্রের উত্তর চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ৯ নভেম্বর। ততদিন পর্যন্ত অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Be the first to comment