২ মে ভোটগণনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, করোনা পরিস্থিতিতেও ভোট ; নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা মাদ্রাজ হাইকোর্টের

Spread the love

কোভিড পরিস্থিতিতেও ভোট পরিচালনা ও রাজনৈতিক সভার অনুমোদন দেওয়ায় নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা করল মাদ্রাজ হাইকোর্ট।

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সেন্থিকুমার রামমূর্তির বেঞ্চের পর্যবেক্ষণ,”আজকের পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন। আপনাদের আচরণে দায়িত্ববোধে অভাব ছিল। কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছে আদালত। অথচ রাজনৈতিক রাজনৈতিক দলগুলি বিধিভঙ্গ করলেও কোনও ব্যবস্থায় নেননি।”প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন,”আপনাদের আধিকারিকদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত।”         

২ মে ভোটগণনাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। বেঞ্চ জানিয়েছে,”২ মে-র মধ্যে কোভিডবিধি মেনে গণনার নীলনকশা দিতে হবে নির্বাচন কমিশনকে। নচেৎ ভোটগণনাই স্থগিত করে দেওয়া হবে। কোনওভাবেই ভোটগণনাকে কোভিড সংক্রমণ বৃদ্ধির অনুঘটক হতে দেব না। জনস্বাস্থ্যই অগ্রাধিকার। হতাশাজনক, এটা সাংবিধানিক সংস্থাগুলিকে মনে করিয়ে দিতে হচ্ছে। ”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*