আবারো এক মহা মিছিলের সাক্ষী রইল কলকাতা

Spread the love

অমৃতা ঘোষ:-

আজ সেপ্টেম্বরের পয়লা দিনেই মহামিছিলে বিনোদন জগতের শিল্পীদের বিশেষ ভূমিকা দেখা গেলো, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি হাঁটবে নাগরিক সমাজ। আজ রবিবার দুপুরে কলেজ স্কোয়ারে একত্রিত হতে দেখা গেল, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর মতো একঝাঁক সেলেব্রিটি-সহ একাধিক পরিচিত মুখকে। উদ্দেশ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহামিছিল।

কোনও দলের বা পতাকার নয়, এ মিছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে রয়েছে একটি মঞ্চ, যার নাম ‘আমরা তিলোত্তমা’। এদিন মিছিলে। অংশগ্রহণকারীদের কপালে বাঁধা বেগুনি ফেট্টিতে একথাই লেখা রয়েছে।তবে আয়োজনে রয়েছে একটি মঞ্চ, যার নাম ‘আমরা তিলোত্তমা।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের পরে কেটে গেছে ২২ দিন। সিবিআই তদন্ত করছে সঞ্জয় রায়ের নামের এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি ছাড়া তদন্তের কোনও অগ্রগতির খবর মেলেনি।

এই ঘটনার পরে উঠেছে একাধিক প্রশ্ন, মিলেছে একাধিক অসঙ্গতি। তারই প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল ও আন্দোলন হচ্ছে শহর কলকাতায়। আজ, ১ সেপ্টেম্বর আরও একটি মহা মিছিলের সাক্ষী হবে কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*