
রোজদিন ডেস্ক, কলকাতা:- মহাকুম্ভের সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় বলতে ওঠেন তিনি। বক্তব্যের শুরুতেই মহাকুম্ভের সাফল্যের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান মোদী। বলেন, “প্রয়াগরাজের মহাকুম্ভের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান, দেশের সেই সব কোটি কোটি মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি।”
মঙ্গলবার তিনি লোসভায় বলেন, ‘মহাকুম্ভে ভারতের উত্তরণের দিশা দেখা গিয়েছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও পুণ্যার্থীরা সামিল হয়েছিলেন মহাকুম্ভে।’
বিরোধীদের খোঁচা দিয়ে এদিন মোদী বলেন, “যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, মহাকুম্ভ তাদেরও জবাব দিয়েছে।” প্রধানমন্ত্রী জানান, “দেড় মাস ধরে মহাকুম্ভ ঘিরে উৎসাহ দেখেছি। কোটি কোটি ভক্তের জমায়েত হয়েছিল। যখন ভিন্ন ভাষাভাষির মানুষ একত্র হন, তখন একতা বাড়ে। আর তাই মহাকুম্ভে ছোট বড় কোনও ভেদাভেদ ছিল না।” সরকারের ব্যবস্থাপনা নিয়েও প্রশংসা করেন মোদী।
বিস্তারিত আসছে…
Be the first to comment