
রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের মহাকুম্ভ যাত্রায় বিপত্তি। মহাকুম্ভ যাওয়ার পথে বাসে আগুন। এই ঘটনায় গুরুতর আহত চালক। বাসের জানালা দিয়ে প্রাণে বাঁচেন তিনি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড়ে। জানা গিয়েছে, ৩৫ জন যাত্রী নিয়ে হেসাগড় গ্রাম থেকে ৩৩ নম্বর দিয়ে জাতীয় সড়ক ধরে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল বাসটি।
প্রাথমিকভাবে জানা যায়,যাত্রাপথেই এই ঘটনা ঘটে। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামগড়ের এসডিপিও জানিয়েছেন, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।
STORY | Bus carrying Maha Kumbh devotees catches fire in Jharkhand’s Ramgarh, none hurt
READ: https://t.co/y1tHBV9XBb pic.twitter.com/XxZd6i22bj
— Press Trust of India (@PTI_News) February 20, 2025
Be the first to comment