মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরছে বিজেপি-শিবসেনা জোট। তবে বিভিন্ন ভোট পরবর্তী সমীক্ষায় যে ইঙ্গিত মিলেছিল, তার ধারে কাছেও পৌঁছতে পারছে না বিজেপি। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে মহারাষ্ট্রে ১৬৫ থেকে ১৭০টি আসনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোট। বিজেপি ১০৪টি আসনে এগিয়ে। শিবসেনা ৬২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩৩টি আসনে এগিয়ে।
এনসিপি প্রার্থীরা ৫২টি আসনে এগিয়ে আছেন। ২০১৪-এর তুলনায় মহারাষ্ট্রে অনেকটাই খারাপ ফল কংগ্রেস। বিশেষত গ্রামীণ মহারাষ্ট্রে কংগ্রেসের তুলনায় অনেকটাই ভালো করছে এনসিপি। নাসিকের মতো কৃষিপ্রধান ও ব্যবসায়িক কেন্দ্রগুলিতেও ধাক্কা খেয়েছে কংগ্রেস। ফলাফলের এই ট্রেন্ড বিজেপির চিন্তা বাড়িয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলতে পারে শিবসেনা।
Be the first to comment