মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ কংগ্রেসের, বিরোধী দলনেতা ফড়নবিশ

Spread the love

জল্পনার ইতি ৷ মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের পদ পেল কংগ্রেস ৷ অধ্যক্ষ হলেন কংগ্রেস বিধায়ক নানা পাটোল ৷ বিজেপি তাদের মনোনীত প্রার্থী কিষাণ কাতোরের নাম প্রত্যাহার করে নেওয়ার পরই ঠিক হয়ে যায় অধ্যক্ষ হিসাবে মহারাষ্ট্রের বিধানসভায় আসতে চলেছেন পাটোল ৷ পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

সাকোলি বিধানসভার বিধায়ক পাটোল ৷ রাজনৈতিক জীবন কংগ্রেসে শুরু করলেও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভাণ্ডারা-গোণ্ডিয়া লোকসভা আসন থেকে লড়াই করেন তিনি ৷ ওই কেন্দ্র থেকে তিনি হারান প্রফুল্ল প্যাটেলকে ৷ যদিও ২০১৭ সালে তৎকালীন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশের সঙ্গে দূরত্ব তৈরি হলে ফের কংগ্রেসে ফেরেন ৷

গতকালই আস্থা ভোটে জয়ী হন উদ্ধব ঠাকরে ৷ উদ্ধবের শপথ নেওয়া থেকেই জল্পনা ছিল স্পিকার পদ পেতে চলেছে কংগ্রেস ৷ সেই মতই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল ৷ গেরুয়া শিবির তাদের অধ্যক্ষের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় জিতে যান তারা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*