আস্থা ভোটে জয়, ১৬৪টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ বিজেপি-শিণ্ডে শিবিরের

Spread the love

শক্তিপরীক্ষায় বাজিমাত৷ আস্থা ভোটে অনায়াসে জয়ী হল বিজেপি-শিণ্ডে শিবির৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে শিণ্ডে সরকারের প্রয়োজন ছিল ১৪৪টি ভোট৷ তার থেকেও আরও বেশি ভোট পড়ে শিণ্ডে শিবিরে৷ গণনার পর দেখা যায় সরকারের পক্ষে পড়ে ১৬৪টি ভোট৷ বিপক্ষ শিবির পায় ৯৯টি ভোট৷ বিধানসভার তিন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন৷ বিপুল ভোটের ব্যবধানে জয়ের পর বিধায়কদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস৷ তিনি বলেন, ‘তিনি যেমন একজন অনুগত শিব সৈনিক তেমনি বালাসাহেবের আদর্শের প্রতিও অনুরক্ত৷’

আস্থা ভোটের পরই কয়েকজন বিধায়ককে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান আদিত্য ঠাকরে৷ এদিকে সরকার গঠনের পর দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত শোনার অভ্যাস প্রত্যেকের থাকা উচিত৷ নিজের মত প্রকাশের জন্য অতীতে আমরা দেখেছি অনেককে জেলে যেতে হয়েছে৷ সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তা আমাদের শুনতে হবে৷ সমালোচনার জবাব আমরা ঠিক মতো দেব৷’

গতকাল স্পিকার নির্বাচনেও শিণ্ডে শিবিরের পক্ষে ১৬৪টি ভোট পড়ে৷ উদ্ধব শিবির পায় ১০৭টি ভোট৷ এদিন আস্থা ভোটে সরকারের পক্ষে ঠিক ১৬৪টি ভোটই পড়েছে৷ কিন্তু ভোট কমেছে উদ্ধব শিবিরের৷ মহা বিকাশ আগাড়ি সরকারের বেশ কয়েকজন বিধায়কই এদিন ভোট দেননি৷ কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবন এবং বিজয় ওয়াড়েত্তিভার বিধানসভা যাননি৷ আস্থা ভোট শুরুর কয়েক মিনিট আগে শিণ্ডে শিবিরে গিয়ে ভিড়ে যান টিম ঠাকরের বিধায়ক সন্তোষ বাঙ্গার৷ এখন শিবসেনার ৪০ জন বিধায়কই শিণ্ডে শিবিবে যোগ দিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*