প্রতীকী ছবি,
নিজের খামারে, নিজেই নিজের চিতা সাজিয়ে, আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন কৃষক। শুক্রবার মহারাষ্ট্রের নান্দেদ জেলার তুরাতি গ্রামের এই ঘটনায় পুলিশ জানিয়েছে, দেনার দায়েই আত্মহত্যা করেছেন ৬৫ বছরের ওই কৃষক, পোতান্না রামালু বোলবিলওয়াড়।
সূত্রের খবর, চাষের কাজের জন্য ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ করেছিলেন ওই কৃষক। ঋণ করেছিলেন স্থানীয় কো-অপারেটিভ সোসাইটি থেকেও। কিন্তু আশানুরূপ ফসল না ফলায় সেই টাকা শোধ করা ব্যবস্থা করতে পারেননি। মাসিক সুদটুকুও জোগাড় করতে পারেননি। তখন সরকারি প্রকল্পে আর্থিক সাহায্য পাওয়ার জন্য অলাইনে ফর্ম ফিলআপ করেন তিনি। কিন্তু সুবিধাপ্রাপকের তালিকায় নাম ওঠেনি তাঁর।
এর পরেই, শুক্রবার সন্ধেয় ওই কৃষক তুরাতি গ্রামের উর্মিতে চলে যান, তাঁর নিজের খামারে। পরিবারের কেউ-ই ভাবতে পারেননি, সেখানে গিয়ে এমন নৃশংস ভাবে নিজেকে শেষ করে দিতে চলেছেন তিনি। পরের দিন তিনি বাড়ি না ফেরায়, তাঁকে খুঁজতে যান ছেলে মাহাড়ু। বাবার অগ্নিদগ্ধ দেহ আবিষ্কার করেন তিনি।
দেখা যায়, কাঠ, শুকনো পাতা ইত্যাদি জোগাড় করে চিতার মতো একটি স্তূপ তৈরি করেছিলেন পোতান্না। তার উপরে বসেই আগুন লাগিয়ে দেন স্তূপে। ঝলসে যায় তাঁর দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Be the first to comment