মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের জের, দেওয়াল ভেঙে মৃত ২৪

Spread the love

ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পূর্ব মালাডের পিম্প্রিপাড়া ও কুরার গ্রামে দেওয়াল ভেঙে ১৮ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ১৩ জন । অন্যদিকে রাত ১টা ১৫ মিনিট নাগাদ পুনের সিংগড় কলেজের দেওয়াল ভেঙে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের পূর্ব মালাডের পিম্প্রিপাড়া এলাকায় দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থানেই ১৮ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সিংগড় কলেজের দেওয়াল ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও দেওয়ালের নিচে চাপা পড়ে আছে অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল। সাহায্য করছে NDRF টিমও।

এদিকে ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই শহরের বিভিন্ন এলাকা। বৃষ্টিতে অবতরণ করতে গিয়ে গতরাতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে একটি বিমানের চাকা পিছলে যায় বলে খবর। তবে যাত্রীরা অক্ষত রয়েছেন। এদিকে মালাডে দেওয়াল ভেঙে যারা আহত হয়েছেন, তাঁদের আজ সকালে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ । তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের বিষয়ে খোঁজখবর নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*