শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের ভন্ডারি জেলার এক হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স এক মাস থেকে তিন মাসের মধ্যে বলে জানিয়েছেন চিকিত্সকেরা। আগুনের গ্রাস থেকে সাত সদ্যোজাতকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভন্ডারা জেলা জেনারেল হাসপাতালের অসুস্থ সদ্যোজাতদের বিভাগ এসএসসিইউ (Sick Newborn Care Unit)-তে অগ্নিকাণ্ডের জেরেই এই বিপত্তি ঘটে। প্রাথমিক অনুসন্ধানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে মনে করা হলেও দমকলের আধিকারিকেরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জেলা সিভিল সার্জন প্রমোদ খান্ডতে জানান, শুক্রবার রাত দেড়টা নাগাদ ভন্ডারা জেলা হাসপাতালের এসএনসিইউ-এ আগুন লাগে। অসুস্থ সদ্যোজাত শিশুদের ওই বিভাগে ১৭টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৭ শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০ জনকে বাঁচানো যায়নি। প্রথম একজন নার্সের চোখে পড়ে নবজাতক বিভাগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনিই চিকিত্সক-সহ বাকি স্টাফদের সতর্ক করেন। পাঁচ মিনিটের মধ্যে সকলে ওই বিভাগে পৌঁছে যান। তার পরেও ১০ শিশুকে আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি।
মুম্বই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভন্ডারা জেলার এই হাসপাতালটি। জেলা হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে আগুন লাগায় খুব বেশি কর্মী সে সময় হাসপাতালে ছিলেন না। কিন্তু যাঁরা ছিলেন, তাঁরা শিশুদের বের করে আনার চেষ্টা করেন। দমকলের কর্মীরা আসার আগে সাত শিশুকে বের করে আনা সম্ভব হয়।
এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, নবজাতক বিভাগে যে ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত, তার কিছুই ছিল না হাসপাতালে। তা ছাড়া, রাতে স্টাফও পর্যাপ্ত সংখ্যক ছিল না। তার জন্যই বাচ্চাদের এ ভাবে মরতে হয়েছে। হাসপাতালের তরফে অগ্নিকাণ্ড নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
Be the first to comment