মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা মুম্বইয়ে মহারাষ্ট্র মন্ত্রালয়ের বাইরের রাস্তা ভেঙে দিল, গ্রেফতার ৪

Spread the love

রাস্তার হাল খারাপ। তাই ক্রুদ্ধ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা মুম্বইয়ে মহারাষ্ট্র মন্ত্রালয়ের বাইরের রাস্তা ভেঙে দিল। সোমবার গভীর রাতের ঘটনা। চারজনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ের রাস্তায় এখন গর্ত আর খানা খোঁদলে ভরা। নাগরিকরা ইতিমধ্যেই তা নিয়ে প্রতিবাদে সোচ্চার। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী-সমর্থকরা হাতে শাবল, কোদাল নিয়ে জড়ো হয় সচিবালয়ের বাইরের সার্ভিস রোড ভাঙতে শুরু করে দেয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই তাদের এই কাজ। তাদের একজনের হাতে ছিল জাতীয় পতাকা। অন্যেরা কোনওদিকে মন না দিয়ে লাগাতার হাতুড়ি, শাবলের ঘায়ে ভাঙতে থাকে রাস্তা। রাস্তার ভাঙা টুকরো ফেলা হয় মেন রোডে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে চার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীকে গ্রেফতার করে। দেশের বাণিজ্যিক রাজধানীর পথের এই হাল নিয়ে রাজনৈতিক তরজাও চরমে। রাস্তা ভেঙে রাস্তার খারাপের প্রতিবাদে সোচ্চার মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আর কংগ্রেস। কংগ্রেস ইতিমধ্য়েই মুম্বইয়ের রাস্তায় কত গর্ত আছে তা গোনার কাজ শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*