সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুন, শিণ্ডেকে নির্দেশ রাজ্যপালের

Spread the love

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা বললেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রবি ও সোমবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে একনাথকে। একই সঙ্গে স্পিকার নির্বাচনও হবে। শনিবার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। নতুন স্পিকার নির্বাচন রবিবার, সোমবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ।

বৃহস্পতিবার সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস৷ শপথ নেওয়ার পরই দু’জনকে টুইটে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একনাথ শিণ্ডেকে ‘তৃণমূল স্তরের নেতা’ হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী৷ দেবেন্দ্র ফড়ণবীসের অভিজ্ঞতা এবং দক্ষতা এই সরকারের সম্পদ বলে মন্তব্য করেন মোদি৷

প্রধানমন্ত্রীর মতোই একনাথ শিণ্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীসকে শুভেচ্ছা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ শপথ নিয়েই নিজের টুইটারের ছবি পরিবর্তন করে ফেললেন শিণ্ডে। মারাঠিদের আবেগের বালাসাহেবের পায়ের তলায় বসে শিণ্ডে বুঝিয়ে দিলেন, ক্ষমতা ধরে রাখতে, উদ্ধব-আদিত্যদের বিরুদ্ধে লড়াই করতে তাঁর হাতিয়ার বালাসাহেবই। একই সঙ্গে বার্তা দেওয়ার চেষ্টা করলেন, উদ্ধব নন, আসল শিবসেনা তিনিই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*