সহিংস কোনও আন্দোলনের পথে তাঁরা যেতে চান না, মহারাষ্ট্রে প্রত্যাহার হলো বনধ

Spread the love
সরকারি চাকরিক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬শতাংশ আসন সংরক্ষণের দাবিতে মুম্বই জুড়ে বনধের ডাক দিয়েছিল মারাঠা ক্রান্তি মোর্চা ও সকল ক্রান্তি মোর্চা সহ বেশ কয়েকটি মারাঠা সংগঠন । সকাল থেকেই থানে, কান্দিভলি, দাদর, মুলুন্দ, চেম্বুর, নবি মুম্বই সহ মুম্বই ও আশপাশের অঞ্চলগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল । দাদরে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারিরা । BEST বাস পরিষেবার বাসগুলিতে পাথর ছুঁড়েছিল বিক্ষোভকারীরা ফলে বেশ কয়েক জায়গায় বিদ্যুত ও ইন্টারনেন্ট পরিষেবা ব্যাহত হয়েছিল । মোর্চা নেতা রবীন্দ্র পাতিল জানিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী ফড়নবিস ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে সরবেন না তাঁরা ।
কিন্তু এদিন সকাল থেকেই পরিস্থিতি খারাপ হওয়ায় অবশেষে বনধ প্রত্যাহার করেছে মোর্চা । মোর্চার তরফ থেকে জানানো হয়েছে নিজেদের স্বার্থের জন্য  মুম্বই-এর বাসিন্দাদের ক্ষতি হোক এটা তাঁরা কখনোই চান না । তাঁরা আরও জানিয়েছে তাঁদের এই বনধ সফল হয়েছে কারণ তাঁদের সমর্থনে পথে নেমেছিলেন প্রচুর মানুষ । কিন্তু সহিংস কোনও আন্দোলনের পথে তাঁরা যেতে চান না, তাই বনধ  প্রত্যাহার করা হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*