মহারাষ্ট্রের গড়চিরোলিতে গুলির লড়াই পুলিশ মাওবাদীর। মুম্বই থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। কিন্তু, সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশও।
জানা গিয়েছে এমনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা গিয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী।
জানা গিয়েছে, শনিবার সকালে গড়চিরোলির মারদিনতলার কোরচির জঙ্গল এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। এই পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুণ্ডে।
মহারাষ্ট্র পুলিশের ‘সি-৬০’ পুলিশ কম্যান্ডোরা সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি শুরু করলে তাঁদের উপর হামলা চালায় মাওবাদীরা। পালটা গুলি চালায় পুলিশও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলে। জানা গিয়েছে, এই ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত ২৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানান, এখনও পর্যন্ত আমরা জঙ্গল থেকে ২৬ জনের দেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলের আশেপাশের এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Be the first to comment