সরকারি চাকরির ক্ষেত্রে এবার অনাথ শিশুদের জন্য আসন সংরক্ষণের কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। ঘোষণায় বলা হয়েছে, সরকারি চাকরিতে ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে অনাথ শিশুদের জন্য।
প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়, অনাথ শিশুরা আসলে কোন শ্রেণীর আওতায় পড়ে তা জানা সম্ভব নয়। তাই সরকারি চাকরির ক্ষেত্রে জাতি ভিক্তিক সংরক্ষণে অনাথ শিশুদের চাকরি পাওয়ার সুবিধা নেই। এই অসুবিধার কথা মাথায় রেখেই মহারাষ্ট্র সরকার অনাথ শিশুদের জন্য এক শতাংশ সংরক্ষণের ঘোষণা করে বলে জানা গিয়েছে।
Be the first to comment