মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

২৮শে জুলাই, মহাশ্বেতা দেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের আজকের দিনেই প্রয়াত হন তিনি। মহাশ্বেতা দেবীর মৃত্যুদিবসে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা সকলের মাঝে খুঁজে পেয়েছিলেন নিজের জীবনকে। জগতের দুঃখকে তিনি আপন করে নেবার মধ্যেই তৃপ্তি পেতেন। শুধু আপন করে নেয়া বললেও ভুল হবে। সে দুঃখের গণ্ডি থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে, সে পথও তিনি বাতলে দিয়েছেন। লাভ করেছেন বহু সম্মান। ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ (বাংলায়), ‘জ্ঞানপীঠ পুরস্কার’ ও ‘র‍্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে ‘পদ্মশ্রী’ এবং ‘পদ্মবিভূষণ’ লাভ করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লাভ করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*