ছবি সৌজন্যে- এএনআই
লেনিন, শ্যামাপ্রসাদ, পেরিয়ার, আম্বেদকরের পর এবার মহাত্মা গান্ধী। এবার কেরালার কুন্নুরের থালিপারামবাতে মহাত্মা গান্ধীর মূর্তির চশমা ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার, সকাল সাড়ে আটটা নাগাদ এক ব্যক্তি মহাত্মা গান্ধীর মূর্তির উপর হামলা চালায়। ভেঙে দেওয়া হয় চশমা ও ছিঁড়ে দেওয়া হয় মালা।
প্রসঙ্গত, ৫ মার্চ ত্রিপুরার বিলোনিয়া শহরের কলেজ স্কয়্যারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় লেনিনের মূর্তি। এরপরই যাদবপুরে কালি লেপে দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে। ৬ মার্চ রাতে তামিলনাড়ুতে রামাস্বামী পেরিয়ারের মুর্তি ভাঙচুর করা হয়। কিন্তু, এতেই শেষ নয়। গতকাল চেন্নাইয়ে বি আর আম্বেদকরের মূর্তিতে কালি মাখানো হয়।
Be the first to comment