ব্রিটিশ কয়েনে গান্ধী ও পদ্ম! দিওয়ালি উদযাপনে বিশেষ মুদ্রা প্রকাশ ব়য়্যাল মিন্টের

Spread the love

মহাত্মা গান্ধীর জীবন ও ঐতিহ্যের স্মরণে একটি নতুন ৫ পাউন্ডের মুদ্রা উন্মোচন করেছেন ইউকে চ্যান্সেলর অফ এক্সেচেকার ঋষি সুনাক। তিনি ‘মাস্টার অফ দ্য মিন্ট’ও বটে। দিওয়ালি উৎসবের সময় এই উন্মোচিত এই মুদ্রাটি রয়্যাল মিন্টের বিস্তৃত দিওয়ালি সংগ্রহের অংশ হবে।

এই প্রথমবার গান্ধীর নামে একটি ব্রিটিশ সরকারী স্মারক মুদ্রা প্রকাশিত করা হয়েছে। এই মুদ্রা প্রকাশের বিষয়টি যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে সাহায্য করবে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক সংযোগের পথও আরও সুদৃঢ় করবে। চূড়ান্ত নকশাটি বেছে নিয়েছিলেন সুনাক, যিনি “মাস্টার অফ দ্য মিন্ট”।

বিশেষ সংগ্রাহকেরা এই মুদ্রা কিনতে পারবেন। সোনা এবং রৌপ্য সহ বিভিন্ন মানদণ্ডে এই মুদ্রা উপলব্ধ। হিনা গ্লোভার এই মুদ্রাটি ডিজাইন করেন। এতে গান্ধীর সবচেয়ে বিখ্যাত উক্তিগুলির একটির পাশাপাশি ভারতের জাতীয় ফুল পদ্মের একটি ছবি রয়েছে। মুদ্রায় থাকা গান্ধীর উক্তিটি হল, ‘আমার জীবন আমার বার্তা।’

মুদ্রা উন্মোচনের পর ঋষি সুনাক বলেন, ‘এই মুদ্রাটি একজন প্রভাবশালী নেতার প্রতি উপযুক্ত শ্রদ্ধা। তিনি সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন… দীপাবলির সময় এই মুদ্রাটি উন্মোচন করতে পেরে আমি গর্বিত। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং প্রথমবারের মতো তাঁর অসাধারণ জীবনকে স্মরণ করে একটি অসাধারণ মুদ্রা মুদ্রা প্রকাশ করল যুক্তরাজ্য।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*