পূর্ব মেদিনীপুর জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে গান্ধী জয়ন্তীর দিনই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের। এ দিন বেলেঘাটার গান্ধী ভবন থেকে নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলার মানুষের কথা মাথায় রেখে দাবি করে আসছিলেন একটি নতুন বিশ্ববিদ্যালয়ের। অবশেষে সেই দাবি মেনে নেয় রাজ্য সরকার।
হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এইচডিএ এক টাকা মূল্যে ২০ একর জমি দেয় রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে। ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে মহিষাদলের কাপাসএড়াতে গড়ে উঠবে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়।
এ দিনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পূর্ব মেদিনীপুর জেলা সবসময়ই রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটি অগ্রণী জেলা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার গড় রেজাল্টে সবসময়ই এই জেলা এগিয়ে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে জেলার ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আরও সুবিধা পাবে।”
এ দিন দুটি পৃথক অনুষ্ঠান হয় কলকাতা এবং মহিষাদলে। বেলেঘাটার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। মহিষাদলে পৃথক একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
Be the first to comment