মাত্র এক বার নিজের ছেলেকে চোখের দেখা দেখেছিলেন তিনি। ছেলে তখন এক মাসের। তার পরে ছ’মাস আর বাড়িই যেতে পারেননি বাবা। ভেবেছিলেন, একটু লম্বা ছুটি নিয়ে যাবেন, কয়েক দিন কাটিয়ে আসবেন সন্তানের সঙ্গে। কিন্তু ফেরা হল না। ছেলেকে মাত্র এক বার চোখে দেখার স্মৃতি নিয়েই প্রাণ হারালেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান মহিন্দর সিং গুর্জর।
সূত্রের খবর, রবিবার ছত্তীসগড়ে মাওবাদী হামলার শিকার হয়েছেন রাজস্থানের ভরতপুর জেলার ডুমারিয়া গ্রামের বাসিন্দা মহিন্দর। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে ছত্তীসগড়। তারই জেরে এ দিন তিনটি বড় বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সেই সময় কর্তব্যরত ছিলেন ২৮ বছরের মহিন্দর। ঘটনাস্থলেই দুষ্কৃতীদের গুলি এসে লাগে তাঁর গায়ে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
গ্রামের বাড়িতে খবর পৌঁছনো মাত্র অচেতন হয়ে যান মহিন্দরের বাবা সমুন্দর সিংহ। বাড়িতে ভিড় ভেঙে পড়ে আত্মীয়-প্রতিবেশীদের। মহিন্দরের স্ত্রী, সাত মাসের সন্তানের মা রাজবতী দেবী জয়পুরে রয়েছেন, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। অনেক পরে তাঁকে জানানো হয় খবর।
২০১৩ সালে সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন মহিন্দর। সম্প্রতি বদলি হয়েছিলেন ছত্তীসগড়ে। সোমবার ডুমারিয়া গ্রামে নিয়ে যাওয়া হয় মহিন্দরের দেহ। সেখানেই পূর্ণ সম্মানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
Be the first to comment