বৃহস্পতিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চায়ের প্যাকেজিংয়ের গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই গুদামে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিধ্বংসী আগুনের গ্রাসে গুদামটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। এর পর দমকলের ৬টি ইঞ্দিন আসে ও পরে ৮টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ চকমিরের ওই চায়ের প্যাকেজিং গুদামে ভয়াবহ আগুন লাগে। তবে, ওই গুদামে প্রচুর পরিমানে দাহ্য বস্তু মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় সেখানে কোনও কর্মী ছিল না বলে জানা গিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা সময় লাগে দমকলকর্মীদের। কেমন করে আগুন লাগল তার তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
Be the first to comment