নদিয়া জেলার বিজেপি সভাপতি মহাদেব সরকারের উপর রাজ্যে ভোটের প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ৪৮ ঘণ্টা কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না মহাদেব সরকার।
উল্লেখ্য, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেন বিজেপি নেতা মহাদেব সরকার। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করা বিজেপি নেতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত ২২ এপ্রিল কৃষ্ণনগরে সভায় মহুয়া মৈত্রকে নিয়ে যৌন হেনস্থামূলক কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে নদিয়ার বিজেপি জেলা সভাপতি মহাদেব সরকার ও বিজেপি নেতা কল্যাণ চৌবের বিরুদ্ধে। ওই সভাতে বিজেপির নেতা মহাদেব সরকার মহুয়া মৈত্রেকে ‘সুন্দরী রমণী’ বলেন। রাজ্যের শাসক দল সৌন্দর্য্যের উপর ভর করেই ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন মহাদেব সরকার।
পরে মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে বলেন, বিদেশে পড়াশুনা করায় ভারতীয় সংস্কৃতি ভুলে গিয়েছেন আপনি। লজ্জাই নারীর ভূষণ, আপনি রঙিন জল পান করেন। আপনাকে ভারতীয় নারীরা মেনে নেবে না।
Be the first to comment