এথিক্স কমিটির সুপারিশ! খারিজ হতে পারে মহুয়ার সাংসদ পদ

Spread the love

আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার মামলায় বুধবার সন্ধ্যাতেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবার মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ উঠতে চলেছে বলে সূত্রের খবর। লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হোক, এমনটাই সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। এনডিটিভি জানিয়েছে, ৫০০ পাতার ওই রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আইনি তদন্তের পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। রিপোর্টে বলা হয়েছে, মহুয়ার কাজ ‘অত্যন্ত আপত্তিকর, অনৈতিক এবং অপরাধমূলক’। তাঁর লোকসভার সদস্যপদ খারিজ করা উচিত বলে মনে করে কমিটি।

মহুয়া বলেন, এটা তো প্রথম থেকেই জানা ছিল। যা হবে, দেখা যাবে। ওরা যত বেশি এ সব করবে, আমরা তত বেশি ওদের বিরুদ্ধে লড়ব। ‘ঘুষের বদলে প্রশ্ন’ মামলায় মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করছে এথিক্স কমিটি। কমিটির খসড়া রিপোর্টে বলা হয়েছে, মহুয়া যা করেছেন, তাতে তাঁর গুরুতর শাস্তি হওয়া দরকার। রিপোর্ট অনুযায়ী, ‘‘মহুয়া এবং দর্শন হিরানন্দানির মধ্যে যে টাকার লেনদেন হয়েছে, কেন্দ্রের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনগত এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করা।’’

লোকসভার শীতকালীন অধিবেশনে এথিক্স কমিটির এই খসড়া রিপোর্ট স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হবে। তার পর আলোচনার ভিত্তিতে নেওয়া হবে সিদ্ধান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*