মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে খুনের ঘটনায় সিটের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক :- মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে খুনের ঘটনায় সিটের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতের নাম, ইনজামুল হক। সে জাফরাবাদের পাশের গ্রাম শুলিপাড়ার বাসিন্দা।
এবিষয়ে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল ইনজামুল। সিসিটিভি ফুটেজে যাতে কিছু না থাকে, তার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল সে। মুর্শিদাবাদের ঘটনায় ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে। তদন্তে ইনজামুলের নাম উঠে আসে। এরপর তার খোঁজ শুরু করেন আধিকারিকরা। জানা যায়, তার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। পেশায় রাজমিস্ত্রি ইনজামুলকে এই ঘটনার মূল পাণ্ডা বলছেন তদন্তকারী আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার তদন্তে গতি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বাবা-ছেলে খুনের ঘটনায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ২ জনকে। এদিন আরও একজন গ্রেপ্তার হওয়ায় এই সংখ্যা দাঁড়াল ৩ জন। এদিন খুনের জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। মুর্শিদাবাদের ঘটনায় এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। জাফরাবাদে গত শনিবার এক পরিবারের বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বাবা এবং ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ। মুর্শিদাবাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন এডিজি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। দোকানপাটও খুলছে। পাশাপাশি ৮৫ জন ঘরছাড়া বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*