
রোজদিন ডেস্ক, কলকাতা:- এনকাউন্টারে হত অমৃতসরের খান্ডওয়ালা এলাকার মন্দিরে বোমা বিস্ফোরণে মুল অভিযুক্ত। বিমানবন্দর রোডে হোটেল রেডিসনের কাছে এনকাউন্টারের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অভিযুক্তরা গুলিবিদ্ধ হয়। এনকাউন্টারে মৃত্যু হয়েছে গ্রেনেড হামলার মূল অভিযুক্ত গুরসিদক সিংয়ের। অন্য অভিযুক্তরা অবশ্য পলাতক।
ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার। তিনি জানান, গত ১৫ মার্চ খান্ডওয়ালার এক মন্দিরে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই বাইক আরোহী মন্দিরের সামনে এসে বোমা ছুড়ে পালিয়ে যায়। পুলিশ দুই অভিযুক্তকেই শনাক্ত করে তাদের গ্রেফতার করার চেষ্টা চালানো হয়। সোমবার যখন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে অভিযুক্তদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মূল অভিযুক্ত গুরসিদক সিংয়ের। মৃত অভিযুক্তের বিরুদ্ধে আগেই ছিনতাইয়ের দুটি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল।
সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন সকালে রাজাসানসি এলাকায় অভিযুক্তদের ঘোরাফেরা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় পুলিশ। এরপরই তাদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ দল গঠন করা হয়। মোটরবাইকে করে যাওয়ার সময় অভিযুক্তদের আটকায় পুলিশ। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরে গুলি লাগে কনস্টেবল গুরপ্রীত সিংয়ের বাম হাতে, একটি গুলি ইন্সপেক্টর অমোলক সিংয়ের পাগড়িতে এবং একটি গুলি পুলিশের গাড়িতে লাগে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালান ইন্সপেক্টর বিনোদ কুমার। পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত গুরসিদকের। অপর অভিযুক্ত বিশাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের দাবি, সে কয়েকদিন আগেই জেল থেকে বেরিয়েছিল। দ্বিতীয় অভিযুক্ত বিশালের বিরুদ্ধেও দুটি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে অস্ত্র আইনে হত্যার একটি মামলা রয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, সংঘর্ষে হেড কনস্টেবলের বাম হাতে এবং অন্য এক পুলিশ কর্মীর পাগড়িতে গুলি লাগে। দু’জনেই সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের সঙ্গে আইএসআই-এর সঙ্গে যোগসূত্র রয়েথে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment