ডায়মন্ড হারবার রোড ধরে বাইক চালিয়ে বেহালার দিকে যাচ্ছিলেন, তখনই ভেঙে পড়লো সেতু; জানালেন প্রত্যক্ষদর্শী

Spread the love

ডায়মন্ড হারবার রোড ধরে বাইক চালিয়ে যাচ্ছিলাম বেহালার দিকে। মাথায় নানা কাজের চিন্তা নিয়ে অন্যমনস্কই ছিলাম। কখন যে মাঝেরহাট ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি খেয়ালও করিনি। হঠাৎই সামনের দিকে কানফাটানো আওয়াজ। চোখের সামনে যা দেখছি, বিশ্বাস করতে পারছিলাম না! মুহূর্তের মধ্যে চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। প্রচণ্ড জোরে সশব্দে ব্রেক কষে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। তখন চারদিকে ধুলো আর কংক্রিটের চাঙড়। ব্রিজের উপর থেকে সটান নীচে পড়েছে বাস ও কয়েকটি গাড়ি। আমি কী ভাবে বেঁচে গেলাম জানি না! বাইক রাস্তার ধারে সাইড করে আমি যতক্ষণে কাছাকাছি পৌঁছলাম, ততক্ষণে চারপাশ থেকে প্রচুর লোকজন ছুটে আসতে শুরু করেছে। সবাই বলাবলি করছিল, ব্রিজের নীচে নাকি কাজের জন্য লেবাররা থাকত। তারা বোধহয় চাপা পড়েছে। গাড়ি বা বাস চাপা পড়েছে বলেও শুনছিলাম। এ ছাড়া আর যারা ব্রিজের নীচ দিয়ে যাতায়াত করছিল, তাদের কী অবস্থা কে জানে! সবাই মিলে যে যে ভাবে পারে উদ্ধারে হাত লাগাতে থাকে। আমি একটুর জন্য বেঁচে গেছি, সেটা ভেবে ঠাকুরকে ধন্যবাদ দিচ্ছিলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*