মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা

Spread the love
 মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে হাইকোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। বুধবার সকালে হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় হাইকোর্ট যেন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন। কিন্তু প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারবে না। বরং রবিশঙ্কর নিজের তরফ থেকে মামলা দায়ের করতে পারেন।
তারপর সকাল সাড়ে ১০ টা নাগাদ আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে সংবাদপত্রের ছবি দেখিয়ে তিনি অভিযোগ করেন, অনেক পুরোনো এই মাঝেরহাট ব্রিজ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। সেই কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আবেদন জানান, যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে সেই জন্য আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে প্রতি ছ মাস অন্তর নয়, বরং তিন মাস অন্তর শহরের সব পুরোনো সেতুর রক্ষণাবেক্ষণের হাল তদারকি করিয়ে রিপোর্ট তৈরি করতে হবে। এ ছাড়াও কী কারণে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ল তারও পূর্নাঙ্গ তদন্তের দাবি জানান আইনিজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়।
হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে এই মামলা গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলা উঠতে পারে হাইকোর্টে। অন্যদিকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় আলিপুর থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে আলিপুর থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*