ছবিঃ(প্রশান্ত দাস)
মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার প্রায় ৩৮ ঘণ্টা পর ব্রিজের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হলো আরও একটি মৃতদেহ। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টা নাগাদ ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। উদ্ধার করে ওই মৃতদেহ পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই শনাক্ত করা হয় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গৌতম মণ্ডল। বয়স ৪৫ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার তেঁতুলিয়ার বর্ডার পাড়ায়।
এই নিয়ে মাঝেরহাট কাণ্ডে হতাহতের সংখ্যা দাঁড়াল ২৭। তিন জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। আহত অবস্থায় ১৩ জন এখনও হাসপাতালে ভর্তি। বাকি ১১ জন আহতকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ ভেঙে পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। সে দিনই মাথায় আঘাত লেগে মারা যান সৌমেন বাগ নামের ২৭ বছরের এক যুবক। তারপর বুধবার সন্ধ্যায় আরও একটি দেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দার্জিলিং সফর কাটছাঁট করে বুধবার বিকেলে কলকাতা ফিরে সোজা ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোরেলের কাজের সময় হওয়া কম্পনের কারণেই ব্রিজ ভেঙে পড়েছে বলে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ৩ টে নাগাদ জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নে। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
Be the first to comment