রোজ ত্বকের যত্ন আর নিজেকে একটু মেকওভার করবেন কিভাবে?

Spread the love

অমৃতা ঘোষ মণ্ডল,

যেমন গরম পড়েছে তেমন আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তাই আমাদের শরীর এবং ত্বক দুইয়ের ওপর ই একটা প্রভাব পরে৷ আজকে আমাদের এই বিষয়েই বলবেন আমাদের প্রিয় রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা…… 

সবসময় হালকা খাবার খান এবং লিক্যুইড বেশী করে খান৷ বাইরে এত গরম আর রোদের তাপ তার জন্য আমাদের স্কিন কে সতেজ রাখতে গোলাপ জল স্প্রে টা ঘরে বাইরে ক্যারি করবেন৷
স্কিন ভাল রাখতে ঘরোয়া  উপকরণ দিয়ে যেমন লবঙ্গ, নিমপাতা, কর্পূর, অ্যালোভেরা প্যাক বানিয়ে মুখে লাগান৷ দিনে ২-৩ বার ফেসওয়াস দিয়ে মুখ ধোবেন ৷ ড্রাই স্কিন এ কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে ওর সাথে দুধ মিশিয়ে প্যাক বানিয়ে লাগান৷
শসা, লেবুর রস, ও মধু দিয়ে মিশ্রণ তৈরী করে ওয়েলী স্কিন যাদের তারা ট্রাই করে দেখুন ভাল ফল পাবেন৷ ভাল স্ক্রাবার দিয়ে প্রতিদিন স্ক্রাব করুন, হালকা করে রাব করবেন যাতে স্কিনের মরা কোষ গুলি পরিস্কার হয়ে যায়৷
পাকা পেঁপে ঘষে লাগন, ট্যান রিমুভ করবে৷ আর অবশ্যই  ঘরে বাইরে সানস্ক্রিন লোশন লাগান৷ 
এই গরমে আমাদের ঘরের ভিতরে থাকলে তো চলবে না,বেরতে তো হয়ই৷ বিয়ে বাড়ি ,পার্টি সব জাগায় যেতে হয়৷ এই গরমে মেকআপ সবসময় ওয়াটারপ্রুফ ব্যবহার করবেন৷ তাতে মেকআপ গলে যাবে না৷ ভাল করে মুখ পরিস্কার করে টোনার দিয়ে মুখ ফ্রেস করে নিন৷ তারপর কোন ভাল হাইড্রেটেট ওয়েল ফ্রি মশ্চরাইজার লাগান৷ যেখানে মনে করবেন মুখে কালচে ভাব আছে  কনসিলার ব্যবহার করবেন৷ওয়েলী স্কিনে বেস মেকআপের জন্য ম্যাট মেকআপ ব্যবহার করবেন৷ তারপর ট্রান্সলোশান পাউডার পাফ করে নেবেন৷ চোখ যদি ব্রাইট করেন তাহলে লিপস্টিক অবশ্যই হালকা  রাখুন৷ এতে আপনার মেকআপ ফুটে উঠবে৷ মেকআপের পর অবশ্যই যাতে মেকআপ ভাল থাকে তার জন্য মেকআপ ফিক্স লোশান লাগান৷
বাইরে বেরনোর আগে কোন মলমল কাপড় এর টুকরো বা টিস্যু রুমাল এ গোলাপ জল দিয়ে  ভিজিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিন৷ এবং ওটা চিপে জল ছাড়িয়ে নিয়ে বরোন৷ ঘাম হলেই ওটা দিয়ে  মুখ স্পাঞ্জ  করে নেবেন৷ আর অবশ্যই বাড়ি  ফিরে কোন ভাল ক্লিনজার দিয়ে স্কিন পরিস্কার করে মেকআপ তুলে ভাল মশ্চরাইজার লাগিয়ে নেবেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*