অমৃতা ঘোষ মণ্ডল,
যেমন গরম পড়েছে তেমন আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তাই আমাদের শরীর এবং ত্বক দুইয়ের ওপর ই একটা প্রভাব পরে৷ আজকে আমাদের এই বিষয়েই বলবেন আমাদের প্রিয় রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা……
সবসময় হালকা খাবার খান এবং লিক্যুইড বেশী করে খান৷ বাইরে এত গরম আর রোদের তাপ তার জন্য আমাদের স্কিন কে সতেজ রাখতে গোলাপ জল স্প্রে টা ঘরে বাইরে ক্যারি করবেন৷
স্কিন ভাল রাখতে ঘরোয়া উপকরণ দিয়ে যেমন লবঙ্গ, নিমপাতা, কর্পূর, অ্যালোভেরা প্যাক বানিয়ে মুখে লাগান৷ দিনে ২-৩ বার ফেসওয়াস দিয়ে মুখ ধোবেন ৷ ড্রাই স্কিন এ কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে ওর সাথে দুধ মিশিয়ে প্যাক বানিয়ে লাগান৷
শসা, লেবুর রস, ও মধু দিয়ে মিশ্রণ তৈরী করে ওয়েলী স্কিন যাদের তারা ট্রাই করে দেখুন ভাল ফল পাবেন৷ ভাল স্ক্রাবার দিয়ে প্রতিদিন স্ক্রাব করুন, হালকা করে রাব করবেন যাতে স্কিনের মরা কোষ গুলি পরিস্কার হয়ে যায়৷
পাকা পেঁপে ঘষে লাগন, ট্যান রিমুভ করবে৷ আর অবশ্যই ঘরে বাইরে সানস্ক্রিন লোশন লাগান৷
এই গরমে আমাদের ঘরের ভিতরে থাকলে তো চলবে না,বেরতে তো হয়ই৷ বিয়ে বাড়ি ,পার্টি সব জাগায় যেতে হয়৷ এই গরমে মেকআপ সবসময় ওয়াটারপ্রুফ ব্যবহার করবেন৷ তাতে মেকআপ গলে যাবে না৷ ভাল করে মুখ পরিস্কার করে টোনার দিয়ে মুখ ফ্রেস করে নিন৷ তারপর কোন ভাল হাইড্রেটেট ওয়েল ফ্রি মশ্চরাইজার লাগান৷ যেখানে মনে করবেন মুখে কালচে ভাব আছে কনসিলার ব্যবহার করবেন৷ওয়েলী স্কিনে বেস মেকআপের জন্য ম্যাট মেকআপ ব্যবহার করবেন৷ তারপর ট্রান্সলোশান পাউডার পাফ করে নেবেন৷ চোখ যদি ব্রাইট করেন তাহলে লিপস্টিক অবশ্যই হালকা রাখুন৷ এতে আপনার মেকআপ ফুটে উঠবে৷ মেকআপের পর অবশ্যই যাতে মেকআপ ভাল থাকে তার জন্য মেকআপ ফিক্স লোশান লাগান৷
বাইরে বেরনোর আগে কোন মলমল কাপড় এর টুকরো বা টিস্যু রুমাল এ গোলাপ জল দিয়ে ভিজিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিন৷ এবং ওটা চিপে জল ছাড়িয়ে নিয়ে বরোন৷ ঘাম হলেই ওটা দিয়ে মুখ স্পাঞ্জ করে নেবেন৷ আর অবশ্যই বাড়ি ফিরে কোন ভাল ক্লিনজার দিয়ে স্কিন পরিস্কার করে মেকআপ তুলে ভাল মশ্চরাইজার লাগিয়ে নেবেন৷
Be the first to comment