অমৃতা ঘোষ মন্ডল,
গ্রীষ্মের প্রখর রোদের তাপ আর এই রোদের জন্য আমরা খুব নাজেহাল হয়ে যাই৷ গরম পরলে কি হবে, আমাদের বাইরে বরতে তো হবেই ,আর সেইসঙ্গে গরমে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় কাজ করে মনে,তাই সামান্য কিছু জিনিস মেনে মেকআপ করলেই এই গরমে আর কোন চিন্তা থাকবে না মেকআপ নষ্ট হওয়ার৷
যার জন্য কিছু টিপস দিচ্ছেন আমাদের রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা….
১) সবার আগে মুখ ভাল করে ফেস ওয়াস ও ক্লিনজার দিয়ে পরিস্কার করে নেবেন৷
২)২-৩ টুকরো বরফ নিয়ে ভাল করে মুখে ঘষে ঘষে ম্যাসাজ করুন, এতে মেকআপ অনেকক্ষণ ত্বকে বসে থাকে৷
৩)এমন মেকআপের ব্যবহার করুন যা একদম হবে ওয়েল ফ্রি৷
৪)টোনার দিয়ে মুখ মুছে নেবেন এরপর ভাল সানস্ক্রিন লোশন মেখে বেরন৷ এতে ত্বক ভাল থাকে৷ আর মেকআপও ভাল বসবে৷
৫)মেকআপ লাগানোর আগে প্রাইমার লাগবেন তারপর মেকআপ করবেন,বসবে ভাল,গলে যাবে না৷
৬)খুব অল্প করে ফাউন্ডেশান লাগাবেন, তবে লিকুইড না লাগিয়ে সেমি লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে নিন বা ফাউন্ডেশান পাউডার লাগান,মেকআপ গলবে না৷
৭)অবশ্যই ওয়াটার প্রুফ মেকআপ লাগিয়ে বেরন৷
Be the first to comment