বর্ষা কালে চুলের সমস্যা তো এত বেড়ে যায় যে তখন ভেবে পারা যায় না যে কীভাবে কী করা যায়, তাই তো আমি ঠিক বলছি তো ? এবার আর চিন্তার দরকার নেই। কারণ আজকে আমাদের চুল পরার সমস্যা থেকে
বাঁচার উপায় বলে দিচ্ছেন ——
রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা-
এমনি তেই চুলের সমস্যা নিয়ে চুলোচুলির শেষ নেই। তার ওপর বর্ষাকাল, আরো খারাপ অবস্থা।
বর্ষাকালে যে কয়েকটা চুলের সমস্যা সাধারণত বেড়ে যায় তা হল ——
১) স্ক্যাল্পে ফাংগাল ইনফেকসান
২)খুবই আঠাল (sticky) খুসকি
৩) স্ক্যাল্পে চুলকানো ভাব
আর এর সাথে প্রচন্ড চুল পরার সমস্যা তো আছেই। বর্ষা কালে এতো হিউমিডিটি বেড়ে যায় যে আমাদের স্ক্যাল্প কে শুকনো রাখা খুবই প্রয়োজন। সাথে জীবন যাপনের মাণ টাও সঠিক রাখা দরকার অবশ্যই।
বর্ষায় বৃষ্টির জল যতটা কম লাগানো যায় মাথায় সেদিকে খেয়াল রাখা উচিৎ।
ফ্লোরাজ অ্যালোপেসিয়া টনিক টা যদি আপনারা রোজ নিয়ম করে চুলে লাগান তাহলে শুধু বর্ষা কাল কেন সাড়া বছর ই আপনাদের চুলের জন্য অন্তত কোন চিন্তা থাকবেনা।
এই সময় বর্ষা কালে রোজ চুলে শ্যাম্প করা খুবই দরকার। তাই চুল ভাল রাখতে ফ্লোরাজ অ্যালোপেসিয়া শ্যাম্প ও অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্প একদিন বাদ দিয়ে একদিন মাখা উচিৎ।
এছাড়া প্রতিদিন চুলে সিরাম লাগাবেন যাতে চুলে একটা প্রোটেকশান তৈরী হয় যেটা আপনার চুলকে বাইরের পলিউসান ও সূর্য্যের প্রখর রশ্মি থেকে রক্ষা করে। এর সাথে ১৫ দিন অন্তর একটা করে চুলের প্যাক লাগাবেন এতে চুল ও আপনার স্ক্যাল্প ভাল থাকবে।
এই ভাবে চুলের যদি আপনারা একটু দেখাশোনা ও যত্ন করেন তাহলে বাকি বর্ষায় আপনার চুলের প্রায় সমস্ত সমস্যাই কেটে যাবে। এবং চুল নিয়ে ভাবতেই হবে না।
Be the first to comment