মক্কা বিস্ফোরণ মামলার রায় দিয়েই পদত্যাগ বিচারকের, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মক্কা মসজিদ বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে বেকসুর খালাস করার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন হায়দ্রাবাদ আদালতের বিচারক রবীন্দ্র রেড্ডি৷

উল্লেখ্য, ২০০৭ সালে মক্কা মসজিদ বিস্ফোরণকাণ্ডে রায় ঘোষণা হয়েছে সোমবার ৷ ১১ বছরের পুরনো এই ঘটনায় হায়দ্রাবাদের মক্কা মসজিদে পাইপ ফেটে মৃত্যু হয়েছিল ৯ জনের ৷ আহত হন ৫৮ জন ৷ মামলায় মূল অভিযুক্ত ছিলেন ১০ জন ৷ এদের মধ্যে পাঁচ জন ধরা পড়লেও বাকিরা এখনও অধরা ৷

এদিকে ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, এনআইএ বিচারক পদত্যাগ করেছেন। এর মানে কী? ন্যায়বিচার আজ নীরব। তবে কী অভিযুক্তরা সোনার টুকরো?  

প্রসঙ্গত, স্বামী অসীমানন্দ সহ ওই ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই সোমবার সকালে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক রেড্ডি। আদালতে তিনি জানান, অভিযুক্তদের বিপক্ষে উপযুক্ত প্রমাণের অভাবেই ওই পাঁচজনকে বেকসুর খালাস করা হয়েছে ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেও, রায় ঘোষণার পরই তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*