কলকাতা পুরসভার বাজেটে অশান্তি এড়াতে সর্বদলীয় বৈঠকে সবাইকে সমান গুরুত্ব দেওয়ার আশ্বাস মালা রায়ের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। আর তার আগেই সোমবার কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের ঘরে সর্বদলীয় বৈঠক হয়ে গেলো।

এদিনের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ডান, বাম, ও বিজেপির পৌর প্রতিনিধিরা। বামেদের তরফ থেকে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব, এবং ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর নন্দিতা রায়, বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনাদেবী পুরোহিত, কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক। এছাড়াও শাসকদলের তরফ থেকে উপস্থিত ছিলেন পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার।
অধিবেশনের আগে শাসক এবং বিরোধীদের গতবারের মতই সময় দেওয়া হয়েছে বলে এদিন জানালেন চেয়ারপার্সন মালা রায়। প্রত্যেকটি রাজনীতিক দলকে উপযুক্ত সময় দেওয়া হবে বলে আশ্বাস দেন চেয়ারপার্সন মালা রায়। তবে বাম কাউন্সিলরদের বাজেট বক্তৃতায় জন্য যা সময় বরাদ্দ করা হয়েছে। সেটা গতবারের মত রয়েছে বলে জানালেন বাম কাউন্সিলররা। তবে তাদের দাবি যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে চেয়ারপার্সনের কাছে অতিরিক্ত সময় চেয়ে নেবেন।
অন্যদিকে কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠকের দাবি এই বাজেট থেকে বেশি কিছু আশার নেই। গতবারের মতোই এবারেও ঘাটতি বাজেট পেশ হবে। এদিন বিজেপি কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র মিনাদেবী পুরোহিত জানায়, তাদের জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে। তার থেকেও বেশি সময় চেয়েছি কারণ আমাদের দলের তিনজন পৌর প্রতিনিধি রয়েছেন। যদিও সূত্রের খবর, চেয়ারপার্সন মালা রায় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রয়োজনে তাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হবে বলে।
বলাই বাহুল্য সোমবারের সর্বদলীয় বৈঠকে বাজেট অধিবেশনে বক্তব্য রাখা নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হয় নি। এখন দেখার বিষয় আসন্ন কলকাতা পুরসভার বাজেট অধিবেশন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়, নাকি গতবারের মত শাসক বিরোধী তরজা জেরে উত্তাল হবে অধিবেশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*