গুলিবিদ্ধ হওয়ার ৬ বছর পর প্রথমবার পাকিস্তানে এলেন মালালা

Spread the love

২০১২ সালে মেয়েদের লেখাপড়ার পক্ষে প্রচারের জন্য কপালে এসে বিঁধেছিল তালিবানের বুলেট। পরে চিকিৎসার জন্য তাঁকে লন্ডন পাঠিয়ে দেয় পাকিস্তান সরকার, সেখানে কঠিন চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। সেদিনের সেই ঘটনার ৬ বছর পর মালালা ইউসুফজাই এতদিন পর আবার পাকিস্তানে পা রেখেছেন। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ২০ বছরের মালালা গতকাল তাঁর বাবা মার সঙ্গে পাকিস্তানে ফিরেছেন। ইসলামাবাদের বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাঁর পিতামহের সাথে দেখা করতে দেখা যায়। তবে এই সফর ঘিরে গোপনীয়তা বজায় রেখেছে সে দেশের সরকার, তাই তিনি কখন কোথায় যাচ্ছেন কিছু জানানো হয়নি। জানা গিয়েছে তাঁর সফর ৪ দিনের, পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে তিনি বৈঠকও করবেন।
পাক-আফগানিস্তান সীমান্তের সোয়াট উপত্যকার মেয়ে মালালা মেয়েদের শিক্ষার দাবিতে ছদ্মনামে ব্লগ লিখতেন। ২০১২-র ৯ অক্টোবর গুলিবিদ্ধ হওয়ার তাঁকে নিয়ে আসা হয় ইংল্যান্ডে, বার্মিংহামে চলে চিকিৎসা। সেখানেই স্কুলের পড়া শেষ করেছেন তিনি। ২০১৪-য় নোবেল জয়ী মালালা এখন পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
সূত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*