সিবিআই এবং কলকাতা পুলিশের চাপানউতরে রাজ্য কেন্দ্র সম্পর্ক এখন তীব্র সংঘাতে। ঠিক সেই সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু হওয়ার পক্ষে অনুমোদন দিলেন। ভোটের আগে এটাকে মোদীর মাস্টারস্ট্রোক বলে অনেকেই মনে করছেন। যদিও, রাজ্য সরকার এই অনুমোদনকে কেন্দ্রের সংকীর্ণ রাজনীতি ছাড়া আর কিছুই বলতে নারাজ। এই সার্কিট বেঞ্চ চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল ধরে চেষ্টা করে আসছেন। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস এই সার্কিট বেঞ্চ খোলা নিয়ে আন্দোলনে বহুদিনের শরীক। কেন্দ্র এতদিন বিভিন্ন টাল বাহানায় এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে দেয় নি।
আজকের এই বিষয়ে মন্ত্রীসভার অনুমোদনের খানিক পরেই রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক রাইটার্সে এক জরুরি সাংবাদিক সম্মেলন ডাকেন। সেখানে তিনি হঠাৎই বলেন, আমাদের এতদিনের দাবি থাকা সত্ত্বেও সার্কিট বেঞ্চ চালু করার অনুমোদন মেলে নি। অথচ ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অনুমোদন দিলেন। মলয়বাবু আরও জানান, শোনা যাচ্ছে শুক্রবার সার্কিট বেঞ্চের উদ্বোধন এবং জলপাইগুড়িতে এসে এই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারকে সেভাবে কোনও জানানোরও প্রয়োজন মনে করেনি কেন্দ্র। মলয় ঘটকের সোজাসাপ্টা কথা এতদিন জানতাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কান কাটা। আজকে বুঝতে পারলাম তিনি আসলে দু কান কাটা।
Be the first to comment